একদিকে দামাল হাতিরা দাপিয়ে বেড়াচ্ছে দুর্গাপুর মহকুমার বিভিন্ন এলাকা অন্যদিকে এক কালো ঘোড়া দাপিয়ে বেড়াল বেনাচিতি-প্রান্তিকা জনবহুল রাস্তায়।

জনবহুল রাস্তায় হঠাৎ দ্রুতগতিতে ছুটে আসা কালো ঘোড়া ও সওয়ারিকে দেখে গাড়ি চালক ও পথচারীরা হকচকিয়ে যাচ্ছেন। মানুষ আতঙ্কে সরে দাঁড়াচ্ছেন দ্রুত গতিতে ছুটে আসা ঘোড়ার সামনে থেকে। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে অনেকেই এই ঘোড়দৌড় উপভোগ করছেন, কেউ কেউ মোবাইলে ক্যামেরাবন্দী করে রাখছেন কালো পিচ ঢালা রাস্তায় কোলো ঘোড়ার দৌড়।

খবর নিয়ে জানা গেল বেনাচিতি এলাকায় কয়েকদিন ধরেই চলছে এই ঘোড়দৌড়। আসল উদ্দেশ্য উচ্চ দামে ‘হাতে গরম’ কালো ঘোড়ার নাল বিক্রি। অনেকেই ভাগ্য ফেরাতে জ্যোতিষীর পরামর্শ মেনে ঘোড়ার মালিকের কাছ থেকে কিনছেন তাজা কালো ঘোড়ার নাল। তাই কালো ঘোড়ার নাল বিক্রির স্বার্থেই ঘোড়ার মালিক পিচ রাস্তায় দৌড় করাচ্ছেন ঘোড়াটিকে। ক্রেতা বুঝে নাল বিক্রেতা দর হাঁকাচ্ছেন ১০০ থেকে ১০০০ টাকা। কালো ঘোড়ার তাজা নাল কিনে ভাগ্য ফেরাতে আনেকেই দৌড়াচ্ছেন কালো ঘোড়ার পিছনে।

পশুপ্রেমীদের অভিযোগ যেভাবে নাল বিক্রির জন্য ঘোড়াটিকে বার বার পিচ রাস্তায় দৌড় করানো হচ্ছে এবং বার বার লোহার নাল লাগানোর জন্য হাতুড়ি দিয়ে খুরে পিন পোঁতা হচ্ছে, আবার পিন বের করে নালটিকে বিক্রি করা হচ্ছে তা এককথায় অমানবিক।