শহরে অবৈধ হোর্ডিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে সোমবার সিটি সেন্টারের বিভিন্ন এলাকায় আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ) অভিযান চালালো। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে এডিডিএ কর্তারা সোমবার সিটি সেন্টার ও ভগৎ সিং মোড় এলাকায় অবৈধ হোর্ডিং খুলতে অভিযানে নামে।

এডিডিএ সূত্রে জানা গেছে, বিজ্ঞাপন সংস্থাগুলিকে বিজ্ঞাপন দেওয়ার জন্য শহরের নির্দিষ্ট জায়গা বলা সত্ত্বেও বিজ্ঞাপন সংস্থাগুলি নিজেদের পছন্দমতো জায়গা খুঁজে যত্রতত্র বিজ্ঞাপনের হোর্ডিং লাগিয়ে দিচ্ছে। বার বার বলা সত্ত্বেও বিজ্ঞাপন সংস্থাগুলি এডিডিএর নির্দেশ অমান্য করছে তাই এডিডিএ এবার অবৈধ হোর্ডিংয়ের বিরুদ্ধে অভিযানে নামল। এই অভিযান নিয়মিত চলবে বলে দাবি এডিডিএর আধিকারিকদের।

এদিকে বিজ্ঞাপন সংস্থাগুলি পাল্টা অভিযোগ করে বলে, ‘যে‌ বিজ্ঞাপন লাগানো বা স্থান পরিবর্তন সব এডিডিএকে বলেই করেছি আমরা। তা সত্ত্বেও কিছু বিজ্ঞাপন সংস্থা ছাড়া আমাদের বিজ্ঞাপনগুলি খুলে দিল এডিডিএ। বিষয়টি তদন্তের দাবি করেন সংস্থার কর্মকর্তারা। এদিকে এডিডিএ সূত্রে জানা গেছে, শহরের অবৈধ হোর্ডিং নিয়ে এডিডিএ এবার থেকে কড়া মনোভাবই দেখাবে।


Like Us On Facebook