বিদ্যুতের বকেয়া বিল না মেটানোর জন্য আগেই দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড(ডিপিএল) বিভিন্ন স্কুলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। এবার ডিপিএলের লোকসানের বোঝা কমাতে কড়া পদক্ষেপ নিতে ডিপিএল আবাসনের অবৈধ বিদ্যুৎ ও পানীয় জলের সংযোগ কাটতে ডিপিএলের ম্যানেজিং ডিরেক্টরকে চিঠি দিলেন দুর্গাপুর পুরসভার মেয়র দিলীপ অগস্তি। কেবলমাত্র মেয়রই নন, স্থানীয় ৪ নং বরোর চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ডিপিএলের এমডিকে ডিপিএল আবাসনের অবৈধ সংযোগ কাটতে চিঠি দিলেন।
এই প্রসঙ্গে মেয়র দিলীপ অগস্তি বলেন, ‘ডিপিএলের প্রায় হাজার খানেক আবাসনে পানীয় জল ও বিদ্যুৎ সংযোগ অবৈধ ভাবে নেওয়া হয়েছে। যার ফলে রাজ্য সরকার ও দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের বিপুল পরিমাণ লোকসান হচ্ছে। এসব চলতে পারে না। তাই আমি ডিপিএলের এমডিকে অবৈধ ভাবে পানীয় জল ও বিদ্যুৎ সংযোগ নেওয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চিঠি দিয়েছি।’
ডিপিএল যাতে ঘুরে দাঁড়াতে পারে সেই লক্ষে সম্প্রতি রাজ্য সরকার বিভিন্ন কড়া পদক্ষেপ নিয়েছে। ডিপিএলকে বাঁচাতে পিডিসিএলকে ডিপিএলের যাবতীয় দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। পিডিসিএলও আবাসনগুলি দখলমুক্ত করতে প্রাথমিক ভাবে এক হাজার আবাসনের অবৈধ দখলদারদের উৎখাত করতে উদ্যোগী হয়েছে বলে জানা গেছে। ডিপিএল সূত্রে জানা গেছে, মেয়রের চিঠি পেয়ে সংস্থার কর্মকর্তারা প্রাথমিকভাবে এলাকা চিহ্নিত করছেন পরবর্তী সময়ে আবাসনের সমস্ত অবৈধ সংযোগ কাটতে মাঠে নামবেন।