স্বাধীনতার সাত দশক পর তাঁরা প্রথম জাতীয় পতাকা উত্তোলনের স্বাদ পেলেন। ৭০ তম প্রজাতন্ত্র দিবসে কাঁকসার আদিবাসী অধ্যুষিত গ্রাম পাথরডিহায় শনিবার আনন্দ উল্লাসে মাতলেন গোটা গ্রামের মানুষ। কাঁকসার আদিবাসী অধ্যুষিত এলাকায় দীর্ঘদিন ধরে মানুষের সেবায় কাজ করছেন স্বেচ্ছাসেবী সংস্থা, বনাঞ্চল ফাউন্ডেশনের সদস্যরা। অদিবাসী অধ্যুষিত কাঁকসার পাথরডিহা গ্রামে প্রায় চারশো মানুষের বসবাস। শনিবার, বনাঞ্চল ফাউন্ডেশনের সদস্যদের উদ্যোগে পাথরডিহা গ্রামে পালিত হল ৭০ তম প্রজাতন্ত্র দিবস।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শনিবার পাথরডিহা গ্রামে স্থানীয় কচিকাঁচাদের জন্য বিভিন্ন খেলাধুলা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন বনাঞ্চল ফাউন্ডেশনের সদস্যরা। এই উপলক্ষে স্থানীয় মানুষদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় বাসিন্দা মঙ্গল হাঁসদা। পতাকা উত্তোলন করে মঙ্গল হাঁসদা বলেন, স্বাধীনতার সাত দশক পর আমাদের এই পাথরডিহা গ্রামের মাটি থেকে প্রথম জাতীয় পতাকা উত্তোলন হল। এর আগে আমরা স্বাধীনতার স্বাদ পেলেও জাতীয় পতাকা উত্তোলন করার কোন সুযোগ পাইনি।’ মঙ্গল হাঁসদার মত একই কথা বলেন স্থানীয় মহিলা পাতু হাঁসদা, সন্ন্যাসী মূর্মু ও ছাদে হেমব্রমরা।

স্বাধীনতা আন্দোলনে সাঁওতাল বিদ্রোহের কথা সকলের স্মরণে থাকলেও পাথরডিহা গ্রামের আদিবাসী মানুষদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলনের উদ্যোগ এতদিন কেউ নেননি। এদিন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পাথরডিহা গ্রামে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন দুর্গাপুর পুরসভার ২৭ নং ওয়ার্ডের পৌরমাতা ডাঃ ছবি নন্দী। এদিন বনাঞ্চল ফাউন্ডেশনের সদস্যরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সহ গ্রামের সকল মানুষজনের মধ্যে মিষ্টি ও চকলেট বিতরণ করেন।






Like Us On Facebook