প্রতিবছরের মতো এবারও দুর্গাপুর হিমোফিলিয়া সোসাইটির সদস্যরা একশোর অধিক হিমোফিলিয়া আক্রান্ত শিশু ও তাদের পরিবারের মহিলাদের ক্ষণিকের আনন্দ দিতে বুধবার এক পিকনিকের আয়োজন করে। দুর্গাপুরের আনন্দ অ্যামিউজমেন্ট পার্কে এই পিকনিকের আয়োজন করা হয়।
বুধবার কেবলমাত্র পিকনিকের আয়োজনই নয়, এদিন হিমোফিলিয়া আক্রান্ত শিশুদের জন্য পার্কে ঘোরার আনন্দের সঙ্গে বসে আঁকো প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার উদ্ধোধন করেন দুর্গাপুরের মুখ্য বনপাল মিলন কান্তি মন্ডল। এদিন হিমোফিলিয়া আক্রান্তদের সঙ্গে দুর্গাপুরের মুখ্য বনপাল মিলন কান্তি মন্ডল বেশ কিছুক্ষণ সময় কাটান এবং এদিনের বিভিন্ন প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের শংসাপত্র দিয়ে উৎসাহিত করেন।
Like Us On Facebook