গতকাল বিকেলে বীরভূম থেকে পূর্ণবয়স্ক তিনটি হাতি দূর্গাপুরের পাণ্ডবেশ্বর ও গোপালমাঠ এলাকায় ঢুকে পড়ে। এর মধ্যে একটি দাঁতাল আছে। হাতিগুলি লোকালয়ে ঢুকে পড়লে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান বৃহস্পতিবার বিকেলে তিনটি হাতি এলাকায় ঢুকে পড়লে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রচুর উৎসুক মানুষের ভীড় জমে যায়। বনদপ্তর ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে আসে। বনদপ্তর তৎপরতার সঙ্গে হাতিগুলিকে লোকালয় থেকে বের করার চেষ্টা চালায়। কিন্তু হাতিগুলি বিক্ষিপ্ত ভাবে ছোটাছুটি করতে থাকে। এরপর পাণ্ডবেশ্বরের কয়েকজন গ্রামবাসি হাতির সামনে পড়ে যান। এক গ্রামবাসিকে শুঁড়ে করে তুলে স্থানীয় একটি পুকুরে ছুঁড়ে ফেলে দেয়। ওই ব্যাক্তি প্রাণে বাঁচলেও চোট পান। এরপর অপর এক সিকিউরিটি গার্ডকে শুঁড়ে করে তুলে আছড়ে দিলে তিনি গুরুতর আহত হন। ঘটাস্থলে তিন ব্যাক্ত আহত হন। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হলে এক ব্যাক্তির মৃত্যু হয়। এরপর ভোর রাতে হাতিগুলি দুর্গাপুরের গোপালমাঠে দাপিয়ে বেড়ায় এবং কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত করে ও হাতির আক্রমণে ২ জন আহত হয়। তাঁদেরকেও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাতিগুলি লাউদহ এলাকায় ঘুরে বেড়াচ্ছে। বনদপ্তরের কর্মীরা চেষ্টা করছেন হাতিগুলিকে জঙ্গলে ফিরিয়ে দিতে।