দুর্গাপুরে হয়ে গেলে পিঠে পুলি উৎসব। পৌষ সংক্রান্তির দু’দিন আগে শীতের আমেজে পিঠে পুলির স্বাদ নিতে মেলা প্রাঙ্গণে ভিড় জমালেন দুর্গাপুরবাসী। জানা অজানা হরেক স্বাদের পিঠে চেখে দেখলেন মানুষজন। পিঠে পুলি উৎসবের সঙ্গে মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

শীত মরসুমে দুর্গাপুরবাসীকে নলেন গুড় আর পিঠের স্বাদ দিতে রবিবার হয়ে গেল পিঠে পুলি উৎসব। প্রতি বছরের মতো এবারও জানুয়ারির উইক এন্ডে দুর্গাপুরের তিলক রোডের মাঠে এলাকার মহিলাদের হাতের তৈরি নলেন গুড়ের নানান স্বাদের পিঠে পুলি সহ পুরপিঠে, দুধপুলি, পাটি সাপটা, গোকুল পিঠে, রসপুলি, সরু চাকলি ইত্যাদি নিয়ে উৎসবের আয়োজন করলেন দুর্গাপুর ৬নং ওয়ার্ডের পুরমাতা মণি দাশগুপ্ত। এলাকার মানুষ সেই পিঠে পুলি উৎসবে যোগ দিয়ে হরেক স্বাদের নানান পিঠের সঙ্গে নলেন গুড়ের বিভিন্ন পিঠে পুলি চেটেপুটে খেলেন।








Like Us On Facebook