.

স্থায়ী চাকরির দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানার ট্রেড অ্যাপ্রেনটিসরা কারখানার ট্রেনিং ইনস্টিটিউটের সামনে সকাল থেকে বিকেল পর্যন্ত ৮ ঘন্টা প্রতীকি অনশন করলেন। এদিন ১০ জন অনশনে বসলেও তাঁদের সঙ্গে প্রায় শ’খানেক শিক্ষানবীশ অনশন মঞ্চে যোগ দেন। অনশনরত ট্রেড অ্যাপ্রেনটিসরা বলেন, ‘আমার ডিএসপি কারখানায় ট্রেনিং নিয়ে চাকরি পাচ্ছি না অথচ বাইরে থেকে ছেলেরা চাকরিতে যোগ দেবে এটা হতে পারে না।’ অনশনরত শিক্ষানবীশদের হুমকি অবিলম্বে আমাদের স্থায়ীকরণ না করলে এবার আমরা আমরণ অনশনে বসব। এদিন প্রতীকি অনশনে পুরুষ ট্রেড অ্যাপ্রেনটিসদের সঙ্গে মহিলা ট্রেড অ্যাপ্রেনটিসরাও যোগ দেন।


Like Us On Facebook