৮ ও ৯ জানুয়ারি বামেদের ডাকা ভারত বনধের বিরুদ্ধে এবং ১৯ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশের প্রস্তুতি পর্বের জন্য সোমবার বিকেলে দুর্গাপুরের গান্ধীমোড় থেকে সিটি সেন্টারের আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কার্যালয় পর্যন্ত এক বিশাল মিছিল বের হল। এই মিছিলে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি ভি শিবদাসন, কার্যকরী সভাপতি উত্তম মুখার্জী, আইএনটিটিইউসির সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল নেতৃত্ব দেন।

এদিনের মিছিলে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে দুর্গাপুর পুরসভার মেয়র পারিষদরা, বরো চেয়ারম্যান ও বিভিন্ন কাউন্সিলররা অংশ নেন। মিছিল শেষে এডিডিএর কার্যালয়ের সামনে সমাবেশে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ৮ ও ৯ জানুয়ারি বামেদের ডাকা ভারত বনধের বিরুদ্ধে সোচ্চার হন। জনসাধারণকে বনধে সাড়া না দিয়ে জনজীবন সচল রাখার আহ্বান জানান। একই সঙ্গে ১৯ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশে সকলকে যোগদানের আহ্বান জানান।



Like Us On Facebook