পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফলে গোবলয়ে কংগ্রেসের উল্লেখযোগ্য সাফল্যে কংগ্রেস কর্মীদের মুখে এখন চওড়া হাসি৷ ছত্তিশগড়, রাজস্থান ও মধ্যপ্রদেশে সরকার গঠনের পথে কংগ্রেস৷ মিজোরাম কংগ্রেসের হাতছাড়া হলেও তিন রাজ্যে বিজেপিকে জোর ধাক্কা দিয়ে লোকসভা ভোটের আগে অক্সিজেন পেল কংগ্রেস৷
কংগ্রেসের এই সাফল্যে পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেস কর্মীরা আনন্দে মেতে ওঠেন৷ বাজি পোড়ানো, মিষ্টি মুখ করার সাথেই আসানসোলে বিজয় মিছিলও করতে দেখা যায় কংগ্রেস কর্মীদের৷ লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের শ্রীবৃদ্ধি ঘটায় শিল্পশহর দুর্গাপুরের কংগ্রেসীরা মঙ্গলবার আনন্দ উল্লাসে মেতে ওঠেন। দুর্গাপুরের ডিপিএল কলোনির কংগ্রেস কার্যালয় থেকে প্রান্তিকা পাঁচ মাথা মোড়ের কংগ্রেস কার্যালয়ে মঙ্গলবার কংগ্রেস কর্মীরা মিষ্টিমুখ করান সকলকে। পাশাপাশি চলে সবুজ আবীর খেলা ও ব্যান্ড পার্টির সঙ্গে নাচ।