দুর্গাপুরের রঘুনাথপুরে মধুপল্লী এলাকার এক সোনার দোকান থেকে বৃহস্পতিবার সাত সকালে গহনা ও নগদ টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। এই ঘটনায় দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ায়।
জানা গেছে, প্রতিদিনের মতো দোকানের সমস্ত গহনা রাতে দোকান বন্ধ করার সময় দোকানি নবীন পাল বাড়ি নিয়ে যেতেন ব্যাগে করে। বুধবারও তাই করেন। কিন্তু বৃহস্পতিবার সকালে দোকান খুলে দোকানে ওই ব্যাগ রেখে দোকানের পাশে গেলে গহনা ও টাক ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। দোকান মালিক নবীন পাল বলেন, ‘ওই ব্যাগে ৮ ভরি সোনার গহনা, ৫ কিলো রূপো, ৭০ হাজার টাকার নাকছাবি ও নগদ ৬৩ হাজার টাকা ছিল।’ নবীন পাল আরও বলেন, ‘ব্যাগের মধ্যে বেশিরভাগই বিয়ে বাড়ির অর্ডারের গহনা ছিল।’ এই ঘটনার পর নবীন পালের মাথায় হাত পড়েছে। কিভাবে বিয়ে বাড়ির অর্ডারের গহনা ডেলিভারি দেবেন তা বুঝে উঠতে পারছে না। এই ঘটনার পর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।