ডিপিএল কারখানার জন্য প্রচুর টাকা ভর্তুকি দেয় রাজ্য সরকার। এতটাকা ভর্তুকি দেওয়া সম্ভব নয়। এই টাকা দিয়ে নুতন ইন্ডাস্ট্রি গড়া যাবে। দুর্গাপুরের সৃজনী পেক্ষাগৃহে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে দুর্গাপুরের পশ্চিম কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের ডিপিএলের উন্নয়ন নিয়ে এক প্রশ্নের উত্তরে একথা বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন ডিপিএল উন্নয়নের জন্য ডিপিএলের জমি বিক্রি করতে দিতে হবে। ডিপিএলের জমি বিক্রিতে সিপিএম, বিজেপি ও কংগ্রেস বাধা দিচ্ছে। তাই ডিপিএলের দায় সিপিএম, বিজেপি ও কংগ্রেসকে নিতে হবে। এদিনের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষির উন্নয়নে রাজ্য সরকার যে প্রভূত কাজ করছে তার প্রচারের জন্য কৃষি কর্মকর্তাদের মাটি তীর্থের মাধ্যমে প্রচারের নির্দেশ দেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রশাসনিক বৈঠকে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার দুই জেলা শাসক শশাঙ্ক শেঠি ও অনুরাগ শ্রীবাস্তবকে অবৈধ কয়লা ও বালি পাচার রোধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এই প্রসঙ্গে দুই জেলার পুলিশ কর্তাদেরও একহাত নেন মুখ্যমন্ত্রী। ইসিএলের ধস প্রবণ এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বাড়ি নির্মাণে বিভিন্ন বাধা প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী ইসিএলকেও তুলোধোনা করে বলেন ধসে মানুষ মারা গেলে সেই দায় ইসিএল কর্তৃপক্ষকে নিতে হবে। মুখ্যমন্ত্রী এদিন আদিবাসীদের উন্নয়নে প্রশাসনিক আধিকারিকদের আদিবাসী এলাকার সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপনের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী এদিন সৃজনী পেক্ষাগৃহে বৈঠকে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন থানার আইসিদের জেলার বর্ডারে বিশেষ করে ঝাড়খণ্ড থেকে বীরভূম হয়ে দুই বর্ধমান জেলায় অর্থ, অস্ত্র, বোমা, দুষ্কৃতী যে ঢুকছে সেই বিষয়ে কড়া নাকা চেকিং করার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে দুই বর্ধমান জেলার পুলিশ কর্তাদের বলেন, কোন আইসি যদি এই বিষয়ে উৎসাহ দেয় তাকে সঙ্গে সঙ্গে বদলি করে দিন।
বৃহস্পতিবার দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠককে কেন্দ্র করে গোটা সিটি সেন্টার চত্ত্বর কড়া পুলিশি প্রহরায় মুড়ে ফেলা হয়। মুখ্যমন্ত্রীর আগমনের রাস্তার দুই ধারে অগণিত দলীয় কর্মী রাস্তায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান এদিন। জামুড়িয়ার জনসভা ও দুর্গাপুরের সৃজনী পেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক সেরে মুখ্যমন্ত্রী এদিন রাত্রি যাপনের উদ্দেশ্যে দুর্গাপুরে সাধুডাঙায় সেচ দফতরের বাংলোর উদ্দেশ্যে রওনা দেন। শুক্রবার মুখ্যমন্ত্রী সাধুডাঙা থেকে সোজা হেলিকপ্টারে কালনার সভায় যাবেন বলে জানা গেছে।