দুর্গাপুরের সিটি সেন্টারের বাস স্ট্যান্ডে একটি মারুতি ৮০০ গাড়িকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ থানায় টেনে নিয়ে গেল। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গাড়িটি একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে কর্তব্যরত সিভিক ভলান্টিয়াররা সিটি সেন্টার ফাঁড়িতে খবর দেয়। পুলিশ এসে দাবিহীন গাড়িটিকে থানায় নিয়ে যায়।

২৯ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৃজনী পেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করতে আসছেন।গোটা সিটি সেন্টার চত্ত্বর জুড়ে কড়া নিরাপত্তা বলয় তৈরি করছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কর্তব্যরত আধিকারিকরা। এরমধ্যেই মঙ্গলবারের এই রহস্যময় গাড়িটিকে নিয়ে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ গাড়িটি ক্রেন দিয়ে টেনে থানায় নিয়ে যায়। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। গাড়ির মালিকের খোঁজ চলছে।