প্রয়োজনীয় পানীয় জলের দাবিতে দুর্গাপুরের অভিজাত এলাকা অম্বুজা আবাসনের বাসিন্দারা শনিবার সকালে স্থানীয় পথ অবরোধ করলেন। অভিযোগ দীর্ঘ দিন ধরেই অম্বুজা আবাসনের বাসিন্দারা পানীয় জলের সঙ্কটে ভুগছেন। দুর্গাপুর পুরসভার মেয়রকে চিঠি দিয়েও কোন সুরাহা হয়নি। জল সঙ্কট তীব্র হওয়ায় পানীয় জলের দাবিতে আবাসনের বাসিন্দারা শনিবার পথে নামেন।

অম্বুজা আবাসনের বাসিন্দাদের অভিযোগ, ২০০৩ সাল থেকে পানীয় জলের সমস্যা চলছে দুর্গাপুরের অভিজাত এলাকা সিটি সেন্টারের অম্বুজা আবাসনের ১২৬ টি ফ্ল্যাটে। এলাকায় ১১৩৪০০লিটার পানীয় জল সরবরাহের কথা। কিন্তু ১১৩৪০০ লিটার পানীয় জল খাতায় কলমে সরবরাহ করার কথা হলেও আদপে দৈনন্দিন ৪৮ হাজার লিটার পানীয় জল সরবরাহ করে ডিএমসি। কিন্তু এখন সেই ৪৮ হাজার লিটার পানীয় জলও দিচ্ছে না দুর্গাপুর পুরসভা। স্বাভাবিকভাবেই ১২৬ টি পরিবার পানীয় জলের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন। জলের দাবিতে শনিবার সকালে এই‌সব পরিবারের লোকজন অম্বুজা আবাসনের সামনে পথ অবরোধ করেন। পরে স্থানীয় কাউন্সিলরের আশ্বাসে অবরোধ তুলে নেন বাসিন্দারা।

Like Us On Facebook