দুর্গাপুর পুরসভার ৪ নং বরো এলাকায় হিন্দি ভাষাভাষি মানুষদের জন্য ২ টি সূর্য মন্দির নির্মাণের কথা ঘোষণা করলেন পুরসভার ৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।
শ্যামপুরে দামোদরের ক্যানেল পাড়ে বুধবার সকালে ছটপুজোয় যোগদান করে একথা ঘোষণা করেন বরো চেয়ারম্যান চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। চন্দ্রশেখরবাবু এদিন ছট পুজোয় অংশ নেওয়া মানুষজনের সামনে ঘোষণা করেন, প্রায় দশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে এই দুই সূর্য মন্দির। চন্দ্রশেখর বন্দ্যপাধ্যায়ের এই ঘোষণায় হিন্দি ভাষাভাষি মানুষ খুশির কথা জানান।
Like Us On Facebook