বাড়িতে সন্ধ্যায় দীপাবলির পুজো উপলক্ষে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করছিল দুর্গাপুরের স্টিল টাউনশিপ ট্রাঙ্ক রোডের বাসিন্দা অন্নু কুমারি সিং। অন্নু বেনাচিতি হিন্দি ভারতী হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। বুধবার ঘর পরিষ্কার করার সময় অসাবধানতায় বাড়ির টেবিল ফ্যানে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল অন্নুর।

অন্নুর পরিবার সূত্রে জানা গেছে, এদিন সকালে দীপাবলি উপলক্ষে অন্নু ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করছিল। তারপর হাত ধুয়ে বাড়ির টেবিল ফ্যান সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। মেয়েকে বাঁচাতে গেলে অন্নুর মাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। অন্নুর মায়ের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে অন্নুকে উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত কারখানার মেন হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দীপাবলির পূর্বে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Like Us On Facebook