ফাইল চিত্র

খড়ি নদীতে তলিয়ে গেলেন ভাতাড় থানার খুরুল গ্রামের বাসিন্দা পঞ্চানন মাণ্ডি (৪৪)। স্থানীয়রা তাঁর খোঁজে নদীতে তল্লাশি শুরু করেন। খবর পেয়ে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছয়। সন্ধ্যা পর্যন্ত কোন খোঁজ মেলেনি পঞ্চানন মাণ্ডির। ভাতাড়ের বিধায়ক সুভাষ মণ্ডল ঘটনাস্থলে গেলে স্থানীয়রা রাস্তা তৈরি ও খড়ি নদীর উপর ব্রিজ নির্মাণের দাবি জানান।

জানা গেছে, শুক্রবার নৌকায় নদী পার হয়ে ভাইপোর সঙ্গে পাশের গ্রামে গিয়েছিলেন পঞ্চাননবাবু। ফেরার সময় নৌকা না পেয়ে নদীর পাড় ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন পঞ্চাননবাবু। হঠাৎই তিনি নদীতে পড়ে যান। পঞ্চাননবাবুর ভাইপো জানিয়েছেন, কাকা নদীতে পড়ে গেলে তাঁকে তোলার চেষ্টা করি কিন্তু তিনি তলিয়ে যান। আশেপাশে কোন বসতি না থাকায় সাহায্যের জন্য চিৎকার করেও কোন সাহায্য পাইনি। শনিবার সকালে খবর পেয়ে বিডিও, জয়েন্ট বিডিও এবং ভাতাড় থানার পুলিশ ঘটনাস্থলে আসে। খবর যায় বিপর্যয় মোকাবিলা দফতরে। ডুবুরিরা এসে তল্লাশি শুরু করলেও শনিবার সন্ধ্যা পর্যন্ত কোন খোঁজ মেলেনি পঞ্চাননবাবুর।

Like Us On Facebook