পুজোর সময় নিজের স্ত্রীকে কাপড় কিনে না দিলেও স্বামী প্রেমিকাকে দামি কাপড় কিনে দেওয়ায় আত্মঘাতি হলেন স্ত্রী। মৃতার নাম জ্যোৎস্না মাঝি (২৮)। বাড়ি পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার কামারকিতা এলাকায়।
মৃত গৃহবধুর ছেলে হেমন্ত মাঝি জানিয়েছেন, তাঁর বাবা উত্তম মাঝি পেশায় দিনমজুর। প্রায় বছর তিনেক ধরে উত্তম মাঝির বিবাহ বর্হিভূত একটি সম্পর্ক গড়ে ওঠে গ্রামেরই অন্য এক বিবাহিত মহিলার সঙ্গে। তা নিয়ে জ্যোৎস্না মাঝির সঙ্গে প্রায় দিনই অশান্তি চলছিল উত্তম মাঝির। কয়েকদিন আগে পুজো উপলক্ষ্যে উত্তম মাঝি ওই মহিলার জন্য দামি একটি শাড়ি কিনে দেন। কিন্তু জ্যোৎস্না মাঝির জন্য তিনি কোন কাপড় কিনে দেননি। তা নিয়ে বৃহস্পতিবার স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র অশান্তি হয়। তার জেরে জ্যোৎস্না মাঝি নিজেই গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর শুক্রবার তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় নিজের বাবার বিরুদ্ধেই জোড়ালো শাস্তি চেয়েছেন ছেলে হেমন্ত মাঝি।