তিরিশ লাখ টাকা বাজেটে প্লাইউড, ফাইবার ও থার্মোকল দিয়ে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করছে দুর্গাপুরের ঐতিহ্যবাহী ক্লাব নবারুণ। স্থানীয় রসতকা ডেকরেটার্স মণ্ডপ তৈরির বরাত পেয়েছে। মণ্ডপ তৈরিতে সুদক্ষ শিল্পীরা নিপুণ ভাবে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করছেন।
মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে সাবেকী দুর্গা প্রতিমা তৈরি করছেন দুর্গাপুরের বিশিষ্ট প্রতিমা শিল্পী অরুণ পাল। আলোক সজ্জায় নুতনত্ব থাকছে। বিদ্যুৎ সাশ্রয় করতে মণ্ডপ সহ সর্বত্র অত্যাধুনিক আরজিবি আলোয় নতুন আঙ্গিকে আলোকিত হবে গোটা এলাকা। সঙ্গে মেলা বসেছে অন্য বছরের মতোই। মেলায় পলিথিন বর্জন করতে দোকানদারদের চটের বা কাগজের ব্যাগ ব্যবহারে জোর দেওয়া হবে বলে জানা গেছে। এবছর নবারুণ একান্ন বর্ষে পদার্পণ করল।
Like Us On Facebook