এলাকা ভিত্তিক নগর পরিক্রমা করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্যরা। সোমবার বিকেলে পানাগড় হনুমান মন্দির থেকে পরিক্রমা শুরু হয়। পানাগড় বাজার হয়ে নিউ কাঁকসা মোড়ে যায়। সেখান থেকে স্টেশন রোড হয়ে রেলপার এলাকা ঘুরে রণডিহা মোড় হয়ে ফিরে আসে হনুমান মন্দিরে।

মহালয়ার আগের দিন দুর্গাপুরে স্বয়ংসেবক সংঘের সদস্যরা পথ সঞ্চালন করেন। রবিবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রায় ৪৫০ স্বয়ংসেবক এদিন পথ সঞ্চালন কর্মসূচিতে অংশ নেন। এদিনের এই পরিক্রমা দুর্গাপুরের মেনগেট থেকে শুরু হয়ে কাদারোড হয়ে ফের মেনগেটে এসে শেষ হয়। এদিন স্বয়ংসেবকদের পথ সঞ্চালন দেখতে প্রচুর মানুষ রাস্তার দুপাশে ভিড় করেন। মহিলারা উলু ও শঙ্খধ্বনির মাধ্যমে স্বয়ংসেবকদের স্বাগত জানান।



Like Us On Facebook