আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী মার্কনি দক্ষিণপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবছর ৫৮ বর্ষে ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি – এই ভাবনাকে থিম করে দুর্গোৎসবের মাধ্যমে নতুন প্রজন্মকে প্রেরণা দিচ্ছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সহ বিখ্যাত মানুষদের বিভিন্ন মডেল পুজো মণ্ডপে তুলে ধরে তাঁদের জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই সাবেকী দুর্গা প্রতিমা ও মণ্ডপের ভিতরের সাজসজ্জা করা হচ্ছে।
২৫ লক্ষ টাকার বাজেটে মেদিনীপুরের শিল্পীরা মণ্ডপ সজ্জা করছেন। আগত দর্শনার্থীদের কথা ভেবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে মার্কনি দক্ষিণপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি। আগত দর্শনার্থীদের জন্য বিশুদ্ধ পানীয় জল ও সিনিয়র সিটিজেনদের জন্য মেডিকেল টিম ও হুইল চেয়ারের ব্যবস্থা রাখছে মার্কনি দক্ষিণপল্লী পুজো কমিটি।
মার্কনি দক্ষিণপল্লী পুজা কমিটির উদ্যোক্তা স্বপন কুমার বন্দ্যোপাধ্যায় ও পল্লব চক্রবর্তী জানান, চতুর্থীর দিন এবছর পুজোর উদ্ধোধন হবে। উদ্ধোধনী অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক সহ অন্যান্য মন্ত্রী ও প্রশাসনিক উচ্চ পদস্থ কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা। গতবছর সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সেরার সেরা পুরষ্কারে ভূষিত করেছিল মার্কনি দক্ষিণপল্লী দুর্গোৎসব কমিটিকে। এবছরও নজরকাড়া আয়োজন করে সেরার সেরা হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে মার্কনি দক্ষিণপল্লী।