ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে চারজনকে গ্রেফতার করল দুর্গাপুর থানার পুলিশ। দুর্গাপুরে ২ নম্বর জাতীয় সড়কের গ্যামন এলাকা থেকে শনিবার ভোরে তাদের গ্রেফতার করে পুলিশ।
জানা গেছে, দুর্গাপুর থানার পুলিশ সোর্স মারফৎ খবর পায় জাতীয় সড়কের গ্যামন এলাকায় কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়েছে। শনিবার ভোরে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। একটি হোটেলের সামনে থেকে সন্দেহভাজন চার ব্যক্তিকে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। ধৃতদের নাম রাজু যাদব, বাঁটুল বাউরি, বাবলু সাহানি ও তপন ঘোষ। এদের মধ্যে বাবলু সাহানি বাঁকুড়ার সোনামুখীর বাসিন্দা। বাকিরা দুর্গাপুরের কাদারোড এলাকার বাসিন্দা। পুলিশ শনিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলে।
Like Us On Facebook