২৩ জুলাই ও ১ আগস্ট কোক ওভেন থানার এলাকা‌ থেকে চালককে মারধর করে দুটি মালবোঝাই ট্রাক ছিনতাই হয়ে গিয়েছিল। সেই ট্রাক ছিনতাইয়ের পাণ্ডা ছিল কুখ্যাত ট্রাক ছিনতাইবাজ আসানসোলের চিনাকুড়ির বাসিন্দা দীপক সিং। কোক ওভেন থানার পুলিশ কোক ওভেন বাসস্ট্যান্ড থেকে ২৩ সেপ্টেম্বর গ্রেফতার করে দীপককে।

পুলিশ সূত্রে জানা গেছে, কুখ্যাত অপরাধী দীপক সিং-এর বিরুদ্ধে রাজ‍্য জুড়ে ৩০টিরও অধিক ট্রাক ছিনতাইয়ের মামলা রয়েছে। সাধারণত জাতীয় সড়কের উপর থেকে ট্রাক ছিনতাই করে চম্পট দিত দীপক সিং-এর নেতৃত্বে তার দলবল। পুলিশ কোক ওভেন থানা এলাকা থেকে ছিনতাই হয়ে যাওয়া ট্রাক দুটি আগেই উদ্ধার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে শেষমেশ কোক ওভেন থানার পুলিশের জালে ধরা পড়ল কুখ্যাত অপরাধী দীপক সিং। পুলিশ দীপককে জেরা করে দলের বাকি সদস্যদের ধরতে তৎপর হয়েছে।

Like Us On Facebook