দুর্গাপুর ইস্পাত কারখানার কোক ওভেন প্ল্যান্টের হপার ভেঙে এক ঠিকা শ্রমিকের মৃত্যু হল ও এক শ্রমিক আহত হল। মঙ্গলবার এই ঘটনায় দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে শ্রমিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। জানা গেছে মৃত শ্রমিকের নাম শেখ আমিন। মৃত শ্রমিকের বাড়ি দুর্গাপুরের কাদা রোডে।

দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের সূত্রে জানা গেছে, আনুমানিক সকাল এগারোটার সময় দুর্গাপুর ইস্পাত কারখানার কোক ওভেন প্ল্যান্টের হপার স্ট্রাকচার হঠাৎ করে ভেঙে পড়ে। সেই সময় ওই স্থানে ছিলেন ঠিকা শ্রমিক শেখ আমিন ও অন্য কয়েকজন শ্রমিক। হঠাৎ করে হুড়মুড়িয়ে মাথার উপর ভেঙে পড়ে কোক ওভেন প্লান্টের হপার স্ট্রাকচারটি। বিকট শব্দে কর্মরত অন্যান্য শ্রমিক ও দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন। প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে দুর্গাপুর ইস্পাত কারখানার একাধিক ক্রেনের সাহায্যে হপার স্ট্রাকচার সরিয়ে মৃত ও আহতদের উদ্ধার করা সম্ভব হয়।পরে তাদের দুর্গাপুর ইস্পাত কারখানার মেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।



Like Us On Facebook