শুক্রবার মহরমের ছুটির দিনে সাত সকালে দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে একদিকে আগুন অপরদিকে জলের আতঙ্কে মানুষের দিশেহারা অবস্থা হল। সিটি সেন্টারের জাংশন মলের পাশে এক বাণিজ্যিক বহুতলে শর্ট সার্কিট থেকে আগুন লেগে যখন দমকলের কর্মীরা আগুন নেভাতে ব্যস্ত ঠিক তখনই দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত আম্বেদকর কলোনিতে ডিপিএলের এক ওয়াটার ট্যাঙ্কের পাইপ লাইনের ভাল্ভ ফেটে পানীয় জলের তোড়ে ট্যাঙ্কের পাশের বাড়িঘর ভেসে যাওয়ার অবস্থা তৈরি হয়।
আম্বেদকর কলোনিতে ডিপিএলের ওই জল ট্যাঙ্কের কাছে বেশ কয়েকটি পরিবার বাস করেন। শুক্রবার সকালে জল ট্যাঙ্কের পাইপ লাইনের ভাল্ভ ফেটে তীব্র জলের তোড়ে আশেপাশের বাড়িঘর ভেঙে যাওয়ার আতঙ্ক ছড়ায়। বাড়িঘরে জল ঢুকে যায় এবং রাস্তা প্লাবিত হয়ে যায়। পরে ডিপিএল কর্তৃপক্ষকে খবর দিলে ডিপিএল কর্তৃপক্ষ তড়িঘড়ি ভাল্ভটি মেরামতির কাজ করে। ডিপিএলের জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র বলেন, ওয়াটার ট্যাঙ্কের ভাল্ভ খারাপ হয়ে গিয়ে ওই অঞ্চলে বিপত্তি ঘটে। ভাল্ভটি মেরামত করে দেওয়া হয়েছে। এখন আর কোন সমস্যা নেই।