বাঁকুড়া মোড়ের পুরানো সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হল। পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক শশাঙ্ক শেঠি বৃহস্পতিবার বাঁকুড়া মোড়ের পুরানো সেতুর অবস্থা এবং নির্মীয়াণ সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করতে আসেন। সেইসঙ্গে আপাতত পুরানো সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানিয়ে যান।

পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক শশাঙ্ক শেঠি বৃহস্পতিবার সেতু পরিদর্শনকালে পুলিশ ও দুর্গাপুর মহকুমা প্রশাসনের কর্তাদের এই নির্দেশ দেন। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক শশাঙ্ক শেঠি পশ্চিম বর্ধমান জেলার পুলিশ কমিশনার লক্ষীনারায়ণ মিনাকে সঙ্গে নিয়ে বাঁকুড়া মোড়ের বেহাল সেতু ও নির্মীয়মাণ সেতু পরিদর্শন‌ করেন। জেলা শাসক ও পুলিশ কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন দুর্গাপুরের ডিসিপি পূর্ব অভিষেক মোদী, এসিপি ট্রাফিক শাশ্বতি সামন্ত সহ উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তারা এবং দুর্গাপুর নগর নিগমের ৪ নং বরোর চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। জেলাশাসক প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেন যুদ্ধকালীন তৎপরতায় দুর্গা পূজোর আগেই নির্মাণ কাজ সম্পন্ন করে নতুন সেতুটি জনসাধারণের জন্য খুলে দিতে হবে।


Like Us On Facebook