ছবি-সংগৃহীত

দুর্গাপুরে চুরি-ডাকাতির ঘটনা নতুন কিছু নয়। একের পর এক নিত‍্য নতুন ঢঙে চুরির ঘটনায় পুলিশও নাজেহাল। এবার খাটাল মালিককে রাতের অন্ধকারে বন্দুক দেখিয়ে দুটি আস্ত বড় সাইজের গরু ম‍্যাটাডরে করে নিয়ে চম্পট দিল পাঁচ গরু চোর। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত ডিপিএল কলোনির সিএন টাইপ কোয়ার্টারের পাশে একটি খাটালে।

রাতে গরুর তারস্বরে চিৎকার শুনে খাটাল মালিক লালন যাদবের ঘুম ভেঙে গেলে দেখেন, তাঁর দুটি বড়সড় গরুকে পাঁচ দুষ্কৃতী জোর করে ম‍্যাটাডোরে তুলছে। লালন বাধা দিতে গেলে দুষ্কৃতীরা লালনকে বন্দুক দেখিয়ে চুপ করিয়ে দেয়। এরপর লালন যাদব চুপ করে গেলে পাঁচ দুষ্কৃতী গরু দুটিকে নিয়ে চম্পট দেয়। এই ঘটনার পর সোমবার সকালে লালন যাদব কোকওভেন থানার দ্বারস্থ হন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। লালন যাদব বলেন পঁয়ষট্টি বছর ধরে আমরা এইখানে খাটাল চালাচ্ছি।এই প্রথম জোর করে গরু চুরির ঘটনা ঘটল। আমরা আতঙ্কে রয়েছি।

Like Us On Facebook