২০১৯ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৪২ টি আসনেই জয়ী হবে। রবিবার দুর্গাপুরের গোপালমাঠে তৃণমূল কংগ্রেসের মহিলা সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন তৃণমূল কংগ্রেসের মহিলা সেলের রাজ‍্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

চন্দ্রিমা ভট্টাচার্য এদিন বিভিন্ন সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে বিরোধীদের অভিযোগ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলের একহাত নেন। তিনি বলেন বিরোধী দলের কাজ কেবলমাত্র বিরোধীতা করা। মহিলা সম্মেলনে চন্দ্রিমা ভট্টাচার্য সংগঠনের কর্মীদের উদ্দেশ্যে সংঘবদ্ধ ভাবে আগামী লোকসভা নির্বাচনে লড়ার ও জয় আনার আহ্বান জানান। এদিন চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও কলকাতা পৌরসভার চেয়ারপার্সন মালা রায় সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন।

আসানসোল জেলা ও ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সম্মেলনে উপস্থিত হয়ে ২০১৯-এ লোকসভা ভোটে কেন্দ্র থেকে বিজেপিকে হটানোর ডাক দিলেন রাজ্যের স্বাস্থ্য বিভাগের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ এছাড়াও রবিবারের এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক, কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়, আসানসোল পুরসভার ডেপুটি মেয়র তবসুম আরা সহ অন্যান্য কাউন্সিলররা৷ এদিন আসানসোলের জেলা গ্রন্থাগার মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়৷




Like Us On Facebook