এতদিন কেবলমাত্র বি-জোন রুটের মিনিবাস চলত দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতাল পর্যন্ত। আইকিউ সিটি হাসপাতালের রোগী ও রোগীদের পরিজনদের বিধাননগর সহ পার্শ্ববর্তী এলাকায় পরিবহণ পরিষেবা দেওয়ার জন্য পরিবহণ দফতরের এইট-বি রুটের মিনিবাসগুলিকে আইকিউ সিটি পর্যন্ত এক্সটেনশন দেওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই বি-জোন রুটের মিনিবাস মালিকদের চরম সংঘাত চলছে।
পরিবহণ দফতরের এই সিদ্ধান্তের প্রতিবাদে বি-জোন রুটের মিনিবাস মালিক সংগঠনের কর্তারা বি-জোন রুটের মিনিবাস গুলিকেও এইট-বি রুটে বিধাননগর সহ পার্শ্ববর্তী এলাকায় যাত্রী পরিষেবা দিতে পারমিশন দাবি করে দুর্গাপুর মহকুমা শাসকের কাছে প্রতিবাদপত্রও দিয়েছে। সঙ্গে কোন সুরাহা না হলে বি-জোন রুটের ২৩ টি মিনিবাস লাগাতার হরতালের ডাক দিয়েছে।
এই সব সংঘাতের মধ্যেই বুধবার আইকিউ সিটি হাসপাতালের রোগী ও রোগীদের পরিজনদের সুবিধার জন্য এইট-বি রুটের মিনিবাস পরিষেবা আইকিউ সিটি পর্যন্ত এক্সটেনশনের উদ্ধোধন করলেন দুর্গাপুরের মেয়র দিলীপ আগস্তি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার প্রায় সমস্ত কাউন্সিলর ও মেয়র পারিষদ। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও রুট নিয়ে দুই মিনিবাস মালিক সংগঠনের সংঘাতের খবরে এই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমাশাসক ডা. শ্রীকান্থ পাল্লী। এদিন সবুজ পতাকা নাড়িয়ে রুট এক্সটেনশনের সূচনা করেন মেয়র দিলীপ আগস্তি। বক্তব্য রাখতে গিয়ে এইট-বি রুটের মিনিবাস গুলির রেষারেষি নিয়েও সোচ্চার হন মেয়র।