দুর্গাপুরের ডাঃ বিসি রায় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের প্রাক্তন সভাপতি স্বর্গীয় দুলাল মিত্রের নামাঙ্কিত প্রেক্ষাগৃহের শুক্রবার উদ্ধোধন করলেন বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ সৈকত মিত্র, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
এই নব নির্মিত প্রেক্ষাগৃহটি সম্পুর্ণভাবে শীততাপ নিয়ন্ত্রিত। ৫৬০ আসন বিশিষ্ট এই প্রেক্ষাগৃহটি কলেজের বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করা হবে বলে কলেজ কর্তৃপক্ষ জানান। পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে কলেজ কর্তৃপক্ষ এদিন সংবর্ধনা দেন। আবেগতাড়িত হয়ে সৌমিত্রবাবুও এদিন কলেজ কর্তৃপক্ষ ও ছাত্র-ছাত্রীদের ধন্যবাদ জানিয়ে নির্বাচিত কিছু কবিতা ও শ্রুতি নাটক পাঠ করে শোনান।