বালি, পাথরের পর এবার অবৈধ মোরাম পাচারে অতিষ্ঠ এলাকাবাসী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লাউদোহায় জামগড়ার় বনাঞ্চল থেকে সমতল ভূমি অবৈধ মোরাম কারবারীদের কার্যত কব্জায় চলে গেছে। প্রশাসনিক কর্তাদের বুড়ো আঙুল দেখিয়ে অবৈধ কারবারীরা প্রতিদিন গাড়ি গাড়ি মোরাম তুলে পাচার করছে।
স্থানীয় মানুষের অভিযোগ, জামগড়ার আশপাশে বিঘার পর বিঘা সমতল ভূমি কেটে অবৈধ মোরাম কারবারীরা মোরাম তুলে নিলে একদিন মাটির ধারণ ক্ষমতা কমে গিয়ে ধসে যাবে গোটা এলাকা। অপর দিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক রাজকুমার দিক্ষীত বলেন, আমরা নিয়মিত অভিযান চালাই ওই সব এলাকায়। কয়েকটি ট্রাককে আটক করেছি আগে। ফের অভিযান চালানো হবে বলে জানান স্থানীয় বিএলএলআরও। মোরাম তুলে পাচার করার অভিযোগ পেয়ে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বিডিও শুভ সিংহ রায় বলেন, মোরাম তুলে পাচার করা সম্পূর্ণ বেআইনি বিষয়। আমি বিষয়টি জানতে পেরে ফরিদপুর থানার পুলিশকে বিষয়টি দেখতে বলেছি। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত মুখার্জি বলেন, এই বেআইনি মোরাম পাচার চক্রের সঙ্গে যদি দলের কেউ জড়িত থাকে তাহলে দল তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।