সোমবার মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, ‘ইলিশ মাছ অনুপ্রবেশকারী, নাকি শরণার্থী’? মুখ্যমন্ত্রীর সেই প্রশ্নের রেশ ধরে বাবুল সুপ্রিয় বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী বলছেন ইলিশ মাছ নাকি অনুপ্রবেশকারী। বুঝন জলে ভেসে আসা মাছকেও অনুপ্রবেশকারী বলেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দুর্গাপুরে এসে নাগরিকপঞ্জী নিয়ে মুখ্যমন্ত্রীর তোলা প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।
বাবুল সুপ্রিয় এদিন গতবছর দুর্গাপুর পৌরসভা নির্বাচনের দিন ভোট লুঠের প্রতিবাদে বিজেপি কর্মীদের কালা দিবস পালন উপলক্ষে এক মিছিলে অংশ নিতে দুর্গাপুরে আসেন। বাবুল সুপ্রিয় ছাড়াও বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু সহ বিভিন্ন বিজেপি নেতা উপস্থিত ছিলেন। মিছিলটি সিটি সেন্টারের সিটি রেসিডেন্সি হোটেলর সামনে থেকে শুরু হয়ে চতুরঙ্গ ময়দান পর্যন্ত যায়।
এদিন বাবুল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, দুর্গাপুর পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভোট লুঠ করেছিল। মানুষ সব জানে। বাবুল সরাসরি আসানসোলের মেয়রের দিকে আঙ্গুল তুলে বলেন, আসানসোলের মেয়র ভূত এনে দুর্গাপুর পুর নির্বাচনে ভোট লুঠ করে পুরসভায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে। এদিন বাবুল কার্যত হুমকি দিয়ে বলেন, আর ভূত দিয়ে ভোট জেতা যাবে না। ২০১৯-এ লোকসভা নির্বাচনে আমরা ভূত তাড়ানোর ব্যবস্থা করছি। এদিন বিজেপির কালা দিবস পালনের মিছিলে প্রচুর বিজেপি কর্মী পা মেলান।
মঙ্গলবার বিজেপির মিছিলের পাল্টা মিছিল করে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন দুর্গাপুরের ভিঙিড়ি মোড় থেকে আনন্দ গোপাল মুখার্জী সরণি ধরে প্রান্তিকা পর্যন্ত মিছিল বের করে তৃণমূল। এদিন বিজেপিকে ভারত ছাড়া করার ডাক দিয়ে বিশাল মিছিলের আয়োজন করে তৃণমূল।