‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সুনীতা সিং চোকন শনিবার দুপুর ৩টে নাগাদ দুর্গাপুর পৌঁছলেন। দুর্গাপুরের গোপালমাঠে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় রোটারি ক্লাবের পক্ষ থেকে। সুনীতার হাতে রোটারি ক্লাবের ফ্ল্যাগ তুলে দেওয়া হয়।

২০১১ সালে এভারেস্ট জয় করা ৩২ বছরের সুনীতা এদিন দুর্গাপুরে পৌঁছে বর্ধমান ডট কমকে জানান, তিনি একজন পর্বতারোহী এবং ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। দেশজুড়ে সামাজিক সচেতনতামূলক বিভিন্ন বার্তা ছড়িয়ে দিতে তিনি সাইকেলে সোমনাথ থেকে সিকিম হয়ে নেপাল যাচ্ছেন। আজ দুর্গাপুরে রেস্ট নিয়ে আগামীকাল ফের তিনি নেপালের উদ্দেশ্যে রওনা দেবেন। তিনি আরও জানান, পুরো রাস্তায় তিনি কোন সমস্যায় পড়েননি, রাস্তা যথেষ্ট নিরাপদ।

উল্লেখ্য, ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ এবং ‘গাছ লাগাও, গাছ বাঁচাও’ সহ সামাজিক সচেতনতামূলক বিভিন্ন বার্তা দেশের কোণে কোণে ছড়িয়ে দিতে এভারেস্ট জয়ী হরিয়াণার মেয়ে সুনীতা গুজরাতের সোমনাথ থেকে সিকিম হয়ে নেপাল পর্যন্ত ৫০০০ কিমি সাইকেল অভিযান শুরু করেছেন। ১৫ জুলাই গুজরাতের সোমনাথ মন্দির থেকে যাত্রা শুরু করেছেন সুনীতা।





Like Us On Facebook