আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতির জন্য দুর্গাপুর মহকুমায় সাংগঠনকে মজবুত করতে এবার তৃণমূল কংগ্রেস মহিলা সেলেও ব্লক থেকে ওয়ার্ড এবং কোর কমিটি প্রতিটি স্তরেই নতুন কমিটি গঠন করল পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ড থেকে ব্লকস্তর ও কোর কমিটির পুরানোদের সঙ্গে আরও অনেক নতুন মুখ যেমন বিভিন্ন কমিটিতে এল তেমনই অণ্ডাল ও কাঁকসার মহিলা সেলেও বিভিন্ন নাম সংযোজন ও সংশোধন করা হল। বৃহস্পতিবার দুর্গাপুরের সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামে তৃনমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি ভি শিবদাসনের উপস্থিতিতে মহিলা সেলের বরিষ্ঠ নেত্রী মিনতি হাজরা দুর্গাপুর মহকুমার মহিলা সেলের বিভিন্ন নতুন কমিটির নামের লিস্ট পড়ে শোনান।
Like Us On Facebook