সোমবার রাতে রায়নার জ্যোৎসাদী গ্রামে দুটি প্লাস্টিক কন্টেনারে ভর্তি ৬০টি তাজা বোমা উদ্ধার করল রায়না থানার পুলিশ। পরে বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য সিআইডি’র বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়।

পুইশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতেই রায়না থানায় খবর আসে দুই ব্যক্তি জ্যোৎসাদী এলাকায় বোমা নিয়ে ঘোরাঘুরি করছে। তারপরেই ঘটনাস্থলে গিয়ে রায়না থানার পুলিশ বদিয়াল সেখ ও তার সহযোগী সেখ নাসিরুদ্দিনকে ড্রাম ভর্তি তাজা বোম সহ গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে বদিয়াল সেখের মামা লালন শেখের বাগান বাড়ি থেকে উদ্ধার হয় আরও এক ড্রাম তাজা বোমা। লালন শেখ জানান, পুরানো শত্রুতার জেরে তার বাগান বাড়িতে কেউ বোমা রেখে যেতে পারে আমার জানা নেই। কিছুদিন আগেই খুন ও তারপর আবার বোম উদ্ধারে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। মঙ্গলবার সিআইডির বোম স্কোয়াড মোট ৫ দফায় সেই বোমা গুলিকে নিস্ক্রীয় করে। পুলিশ তদন্ত শুরু করেছে।

Like Us On Facebook