অসমের শিলচরে তৃণমূল কংগ্রেস প্রতিনিধিদের হেনস্থা করার প্রতিবাদে রাজ্য জুড়ে ৪ ও ৫ আগস্ট কালাদিবসের ডাক দিয়েছে তৃণমূল নেতৃত্ব। রবিবার দুর্গাপুরের লাউদোহায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুজিত মুখার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কর্মীরা বুকে কালো ব্যাজ পরে কালাদিবস পালন করলেন। তৃণমূল কংগ্রেস কর্মীরা এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করেন। এদিন দুর্গাপুরের ১৪ নং ওয়ার্ডেও মেয়র পারিষদ রাখি তেওয়ারি নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কর্মীরা কালাদিবস পালন করেন।
অসমের নাগরিকপঞ্জী ইস্যুতে গণ কনভেনশনে যোগ দিতে যাওয়া তৃণমূল প্রতিনিধিদের শিলচর বিমানবন্দরে আটক করে হেনস্থা করার প্রতিবাদে আসানসোলে পালিত কালাদিবস। রবিবার আসানসোল উত্তর বিধানসভর নর্থ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিম বর্ধমান তৃণমূল জেলা সম্পাদক অভিজিৎ ঘটক, পুরসভার চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী ও গুরুদাস চ্যাটার্জীর নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়৷ মিছিলটি আসানসোলের বিএনআর মোড়ের তৃণমূল ভবন থেকে শুরু করে আসানসোল কোর্ট প্রাঙ্গণে এসে শেষ হয়৷ মিছিল শেষে অভিজিৎ ঘটক এনআরসি ইস্যুতে বিজেপি সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষকে গর্জে ওঠার আহ্বান জানান।