আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বর্ধমান, দুর্গাপুর ও আসানসোল মহকুমার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সবকটি আসনে বিজেপিকে পরাস্ত করে দলীয় প্রার্থীদের জেতানোর লক্ষে এবং দুই বর্ধমান জেলার সাংগঠনিক ভিত মজবুত করতে মরিয়া হয়ে উঠেছে। গোষ্ঠীদ্বন্দ্ব আটকাতে নতুন মুখের সঙ্গে সঙ্গে পুরানোদেরও জায়গা দিতে সমগ্র জেলায় তৃণমূল কংগ্রেস কর্মীদের সাংগঠনিক পদের রদবদল শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুর্গাপুরের সিধু-কানু ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে পশ্চিম বর্ধমান জেলার সভাপতি ভি শিবদাসন, পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল ও কার্যকরী সভাপতি উত্তম মুখার্জি সহ দলীয় নেতৃবৃন্দকে বসিয়ে সাংবাদিক সম্মেলনে দলের নতুন সাংগঠনিক দায়িত্বে থাকা নেতৃত্বের নাম ঘোষণা করেন। এই সাংবাদিক সম্মেলনে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি ভি শিবদাসন বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করতে যাতে সকল তৃণমূল কংগ্রেস কর্মী জোট বেঁধে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারে তার লক্ষ্যে দুর্গাপুর মহকুমার অন্ডাল, কাঁকসা সহ দুর্গাপুর মহকুমার তৃণমূল কংগ্রেস নতুন কমিটি করা হল। ওয়ার্ড ভিত্তিক কমিটির মাথায় কোথাও নতুন মুখ আবার কোথাও পুরানো মুখের সঙ্গে বাড়তি পদ সৃষ্টি করে কোথাও নতুন আবার কোথাও পুরানো মুখ আনা হয়েছে।

দুর্গাপুর মহকুমায় এবার ১৪১ সদস্যকে নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেস সভাপতি ভি শিবদাসন বিভিন্ন সাংগঠনিক পদে নতুন নামের তালিকা প্রকাশ করতেই দুর্গাপুর মহকুমা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পদের রদবদলের পর কিছু দিনের মধ্যেই তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনেরও যে নতুন কমিটি গঠন করা হবে সেকথা জানান পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল।


Like Us On Facebook