মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন অমরাবতী সিআরপিএফ ক্যাম্পের আবাসিক রেনু সিং (৩৬)। রেনুদেবীর মেয়ের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। মা-মেয়ে দুজনেই অমরাবতী সিআরপিএফ ক্যাম্পে ১৬৯ ব্যাটালিয়নের রাইজিং-ডে উপলক্ষে আয়োজিত মেলায় গিয়েছিলেন আনন্দ উল্লাসে মেতে উঠতে। কিন্তু গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে অমরাবতী সিআরপিএফ ক্যাম্পের আবাসিক রেনু সিং ও তাঁর মেয়ে সহ মোট ২৭ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে ১৪ জন শিশু।
সকলেই সিআরপিএফ জওয়ানরা উদ্ধার করে দুর্গাপুরের আই কিউ সিটি হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে রেনু সিং ও তাঁর মেয়ের অবস্থা আশঙ্কাজনক ছিল। গত রাতেই রেনুদেবী মারা যান। এদিকে বৃহস্পতিবার সিআরপিএফের পশ্চিমবঙ্গ সেক্টরের আইজি রবীন্দ্রন শঙ্করণ অমরাবতীর ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আইকিউ সিটি হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন। নিহত রেনু সিং-এর পরিবারকে সমবেদনা জানান। সিআরপিএফের আইজি রবীন্দ্রন শঙ্করণ বলেন, স্থানীয় পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত করবে পাশাপাশি আমি নিজে পৃথকভাবে ঘটনার পুর্ণাঙ্গ তদন্ত করব।
আইকিউ সিটি হাসপাতালের ডেপুটি সুপার জানিয়েছেন, অমরাবতীর ঘটনায় এখনও ১৭ জন হাসপাতালে চিকিৎসাধীন। ১৫ ও ১৮ বছরের দুই তরুণী ছাড়া বাকি সকলের অবস্থা স্থিতিশীল।