সম্প্রতি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ১৯ তম ন‍্যাশনাল অ্যামেচার মুয়ে থাই চ‍্যাম্পিয়নশিপে রৌপ‍্য পদক পেল দুর্গাপুরের স্টিল টাউনশিপ হর্ষবর্ধন রোডের বাসিন্দা শুভম রায় ও বেনাচিতির ঝান্ডাবাগের সুব্রত বাউরি।

বেঙ্গালুরুর শক্তি হিল রিসর্টে আয়োজিত জাতীয় ১৯ তম ন‍্যাশনাল অ্যামেচার মুয়ে থাই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রায় ২০০ প্রতিযোগী অংশ নেয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রতিযোগীদের মধ্যে দুর্গাপুর থেকে শুভম রায় ও সুব্রত বাউরি এই প্রতিযোগিতায় অংশ নেয়। ১৬-১৭ বছরের ৪৮ কেজি বিভাগে শুভম রায় এবং ১৬-১৭ বছরের ৬০ কেজি বিভাগে সুব্রত বাউরি দ্বিতীয় স্থান দখল করে রৌপ্য পদক জিতে নেয়। শুভম এবং সুব্রতর এই সাফল্যে শিল্পাঞ্চলের মানুষ খুশির কথা জানান।

শুভম রায়

সুব্রত বাউরি

Like Us On Facebook