মোহনবাগান-সেল অ্যাকাডেমির ১৬ তম বর্ষপূর্তি উপলক্ষে দুর্গাপুরের টেগর হাউসে মোহনবাগান কর্তা অঞ্জন মিত্র সহ বিশিষ্ট ব‍্যক্তিদের উপস্থিতিতে কেক কেটে দিনটি পালন করা হল।

শুক্রবার মোহনবাগান-সেল ফুটবল অ্যাকাডেমির ১৬তম বর্ষপূর্তি এবং অঞ্জন মিত্রের জন্মদিন উপলক্ষে ফুটবল মাঠের আদলে বিশাল একটি কেক কেটে দিনটি পালিত হল। অঞ্জন মিত্র নিজে কেক কেটে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার শ‍্যাম থাপা সহ উপস্থিত সকলকের মুখে কেক তুলে দেন। এই উপলক্ষে এদিন একটি ফুটবল ম‍্যাচেরও আয়োজন করা হয় টেগোর হাউসের মাঠে। দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি সহ দুর্গাপুর নগর নিগমের অনেকই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। মোহনবাগান-সেল ফুটবল অ্যাকাডেমি আয়োজিত স্কুল ভিত্তিক ফুটবল প্রতিযোগিতায় ষষ্ঠ শ্রেণি বিভাগে চ‍্যাম্পিয়ন হল মলানদিঘি দুর্গাদাস বিদ‍্যামন্দির।





Like Us On Facebook