.

এবার রথ উৎসবের মেলা প্রাঙ্গণ পরিস্কার পরিচ্ছন্ন করার নিঃস্বার্থ দায়িত্ব কাঁধে তুলে নিলেন কয়েক জন বরিষ্ঠ মানুষ। তাঁদের সঙ্গে সঙ্গ দিচ্ছেন আরও কয়েকজন যুবক। রবিবার সকালে মেলা প্রাঙ্গণ ঝাঁটা হাতে একপ্রস্থ নোংরা আবর্জনা সাফ করার পর তাঁদের সংকল্প প্রতিদিন রথের মেলায় দর্শনার্থীদের ফেলে যাওয়া নোংরা আবর্জনা থেকে চতুরঙ্গ মেলা ময়দান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে রোজ সকালে ঝাটা ধরবেন। প্রবীণদের এই কর্মযজ্ঞ দেখে গোটা শহর তাজ্জব বনে যায়।

Like Us On Facebook