দুর্গাপুরের নামো সগড়ভাঙার বালাজি কারখানায় কর্মরত অবস্থায় এক শ্রমিকের মৃত্যুর জেরে সহকর্মীরা মৃতের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা ও একটি চাকরির দাবিতে কারখানার গেটে শনিবার বিক্ষোভ দেখান। জানা গেছে মৃত শ্রমিকের নাম শেখ হোসেন (৪৫)।
এদিন সকাল ১০টা নাগাদ কারখানায় কাজ করার সময় বেশ কিছুটা উপর থেকে পড়ে গুরুতরভাবে আহত হন শেখ হোসেন। সহকর্মীরা তাঁকে স্থানীয় ইএসআই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা হোসেনকে মৃত ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়তেই অন্যান্য শ্রমিকরা শ্রমিক নিরাপত্তা ব্যবস্থা না থাকা সহ মৃতের পরিবারের জন্য একটি চাকরি ও পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করে শনিবার সকালে কারখানার গেটে বিক্ষোভ দেখান।
Like Us On Facebook