অমরনাথ দর্শন করে বাড়ি ফেরার পথে পঞ্চতরণী বেস ক্যাম্পে দুর্গাপুরের মায়া বাজারের এক পুন্যার্থীর হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল। মৃত পুন্যার্থীর নাম শিবব্রত বসু (৬০)। পেশায় ব‍্যবসায়ী।

দুর্গাপুরের মায়া বাজার ও ফরিদপুর থেকে দশ জনের একটি দল ৩০ জুন অমরনাথ যাত্রা করেন। শিবব্রত বসু সেই দলেরই একজন সদস্য ছিলেন। বুধবার ভোর রাতে হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর তাঁর সহ পুন্যার্থীরা ফোনে দুর্গাপুরের মায়া বাজারের বাড়িতে শিবব্রত বসুর ছেলে অরিজিৎ বসুকে খবর দেন। শিবব্রত বাবুর মৃত্যুর খবরে শিবব্রত বাবুর পরিবারের সঙ্গে সঙ্গে গোটা মায়া বাজার এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শিবব্রত বাবুর পরিবার সূত্রে জানা গেছে, অমরনাথ যাত্রা করতে গিয়ে এবার ছয় জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে দু’জনের হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। অন্ধপ্রদেশের একজন এবং দুর্গাপুরের শিবব্রত বাবুরও মৃত্যু হয়। শিবব্রত বসুর ছেলে অরিজিৎ বসু বাবার মৃতদেহ পাওয়ার আশায় অধীর অপেক্ষায় রয়েছেন। অরিজিৎবাবু বলেন, বাবা পঞ্চতরণী বেসক্যাম্পে আসার পর হেলিকপ্টারে নীচে নামার কথা ছিল। এরমধ্যেই বাবা হৃদ রোগে আক্রান্ত হয়ে চলে গেলেন।

Like Us On Facebook