PC: N. Mishra

দুর্গাপুরে রাজ‍্য সরকারের লোকসানে চলা নিজস্ব বিদ‍্যুৎ প্রকল্প দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডকে (ডিপিএল) শ্রমিক স্বার্থে বাঁচাতে এবার মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং উদ‍্যোগী হলেন।

প্রায় চোদ্দশ কোটি টাকার বিরাট অঙ্কের লোকসানে চলা ডিপিএল কারখানাকে বাঁচাতে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগী হয়ে লোকসান কমাতে পিডিসিএলের সঙ্গে মার্জ করার উদ্যোগ নিয়েছেন বলে সূত্র মারফৎ জানা গেছে। মুখ‍্যমন্ত্রীর এই উদ্যোগের খবরের সত‍্যতা স্বীকার করে নিয়েছেন পশ্চিম বর্ধমান জেলার নব নিযুক্ত আইএনটিটিইউসির সভাপতি তথা দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল।

বর্ধমান ডট কমকে ফোনে বিশ্বনাথবাবু বলেন, মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিক স্বার্থে লোকসানে চলা ডিপিএল কারখানাকে বাঁচাতে স্বয়ং উদ‍্যোগী হয়েছেন। মুখ‍্যমন্ত্রী ডিপিএলের বিরাট অঙ্কের লোকসান কমিয়ে ঋণের বোঝা লঘু করে কারখানাকে চাঙ্গা করতে পিডিসিএলের সঙ্গে মার্জ করার পরিকল্পনার কথা আমাকে জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই মানবিক উদ্যোগ ডিপিএলের কর্মীদের চাকরি যাওয়ার আশঙ্কা দূর হয়ে শ্রমিকদের মুখে হাসি ফুটবে বলে দাবি বিশ্বনাথবাবুর। মুখ্যমন্ত্রী ডিপিএলকে বাঁচাতে উদ‍্যোগী হওয়ার খবরে দুর্গাপুরের শ্রমিক মহলে খুশির হাওয়া।

Like Us On Facebook