বাইকের লাগামহীন গতি দুই মেডিকেল পড়ুয়া সহ আরও এক বাইক আরোহীর পরিবারের স্বপ্ন শেষ করে দিল। জানা গেছে, দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতালের তৃতীয় বর্ষের দুই মেডিকেল পড়ুয়া বুধবার রাতে বাইকে করে সিটি সেন্টারের সৃজনীতে কলেজের এক অনুষ্ঠান শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের পাশেই আইকিউ সিটি হাসপাতালের রাস্তার কাছে আইকিউ সিটি মেডিকেল কলেজের দুই পড়ুয়া ইন্দ্রনীল চট্টোপাধ্যায় (২৩) ও মধুরিমা মিশ্র (২১) বাইকে হেলমেটহীন অবস্থায় দ্রুত গতিতে আসার সময় অপর দিক থেকে আসা সন্দীপ বন্দ্যোপাধ্যায় (২০) নামে আর এক বাইক আরোহীকে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তিনজন গুরুতরভাবে আহত হয়। খবর পেয়ে নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে এসে তিন জনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আইকিউ সিটি হাসপাতালের ভর্তি করে। এরপরেই অবস্থার অবনতি হলে তিনজনই মারা যায়। এই ঘটনায় দুর্গাপুরে শিল্পাঞ্চল জুড়ে শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে ইন্দ্রনীল চট্টোপাধ্যায় আইকিউ সিটি মেডিকেল কলেজে পড়াশোনার জন্য স্টিল টাউনশিপ সেপকোর এক ভাড়া বাড়িতে থাকত। ইন্দ্রনীলের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। দুর্ঘটনায় মৃত অপর মেডিকেল পড়ুয়া মধুরিমা স্টিল টাউনশিপের হস্টেল অ্যাভিনিউতে থাকত। বাড়ি বীরভূমের দুবরাজপুরে। মধুরিমার বাবা এসপি মিশ্র ইসিএলের এক প্রাক্তন চিকিৎসক। এদিকে দুই বাইকের সংঘর্ষে মৃত দ্বিতীয় বাইকের আরোহীর নাম সন্দীপ বন্দ্যোপাধ্যায় (২০)। দুর্গাপুরের পিসিবিএল কারখানার কর্মী। বাড়ি দুর্গাপুর স্টিল টাউনশিপের বি-জোনের বঙ্কীমচন্দ্র অ্যাভিনিউতে। মৃতদেহ গুলি পুলিশ বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য পাঠায় বলে জানা গেছে।
এদিকে, দুর্ঘটনাস্থল সংলগ্ন এলাকার মানুষের অভিযোগ, সন্ধ্যার পর দুর্গাপুরে পড়তে আসা বিভিন্ন কলেজের পড়ুয়াদের একাংশের বাইক নিয়ে দাপাদাপিতে দুর্ঘটনার ভয়ে স্থানীয় মানুষ তটস্থ হয়ে থাকেন। বুধবার রাতে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে দুই মেডিকেল পড়ুয়ার সাথে স্টিল টাউনশিপের বাসিন্দা সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু তার বড় প্রমাণ বলে স্থানীয় মানুষের অভিযোগ।