দুর্গাপুরের ফরিদপুর থানার অন্তর্গত লস্করবাঁধ এলাকার বাঙাল পাড়ায় এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার লস্করবাঁধ এলাকার বাঙাল পাড়ায় পদ্মা রুইদাস (২৬) কে অগ্নিদগ্ধ হয়ে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পদ্মার স্বামী বিনয় রুইদাসও অগ্নিদগ্ধ হয়। তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় লস্করবাঁধ এলাকায় চাঞ্চল্য ছড়ায় বৃহস্পতিবার। পদ্মা রুইদাসের বাপেরবাড়ির লোকজনদের অভিযোগ, পদ্মাকে স্বামী ও শ্বাশুড়ি মিলে পুড়িয়ে মেরেছে। অপরদিকে বিনয় রুইদাসের মা সেই অভিযোগ অস্বীকার করেন। রহস্যময় এই ঘটনার তদন্তে নেমেছে ফরিদপুর থানার পুলিশ। জানা গেছে, মৃত পদ্মা ও চিকিৎসাধীন বিনয় রুইদাসের দুটি শিশু রয়েছে।
Like Us On Facebook