অজয় নদের তীরে জয়দেব-কেন্দুলি গ্রামে মকর সংক্রান্তির দিন থেকে ঐতিহ্যবাহী জয়দেব মেলা শুরু হয়ে থাকে। জয়দেব মেলায় আগত পুন্যার্থীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা প্রশাসক সপার্ষদ অজয় নদের মেলা সংলগ্ন শিবপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিদর্শন করে শিবপুর জুনিয়ার হাইস্কুলে এক প্রশাসনিক বৈঠক করেন। এই বৈঠকে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ বিভিন্ন সদস্য ও দুর্গাপুর মহকুমার বিভিন্ন পুলিশ আধিকারিক এবং প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা গেছে জয়দেব মেলায় আগত পুন্যার্থীরা যাতে স্বাচ্ছন্দ্যে মেলার আনন্দ উপভোগ করতে পারেন সেই লক্ষ্যে বর্ধমান ও বীরভুম জেলা প্রশাসন যৌথভাবে উদ্যোগ নিচ্ছে। গ্রাম-বাংলার এই মেলাকে সফল করতে দুই জেলার পুলিশ প্রশাসন জোর প্রস্তুতি চালাচ্ছে। পুন্যার্থীদের নিরাপত্তা সহ অন্যান্য সব বিষয় নিয়ে বৃহস্পতিবার এক প্রস্থ প্রশাসনিক বৈঠক সারলেন দুর্গাপুরের মহকুমাশসক শঙ্খ সাঁতরা। দুর্গাপুরের মুচিপাড়া হয়ে জয়দেব মেলায় প্রচুর পুন্যার্থী আসেন আশপাশের জেলা তথা রাজ্য থেকে। তাই শিবপুরে অজয় নদের বুক চিরে চলে যাওয়া রাস্তার সংস্কার সহ পার্কিং, শৌচাগার, মহিলাদের পোষাক বদলের জায়গা, রাস্তার আলো, পানীয় জল, রাস্তার ধারে বসার পরিবর্তে ভিক্ষুকদের নির্দিষ্ট জায়গায় বসানো নিয়ে হয় এই প্রশাসনিক বৈঠক। মেলার সর্বত্র পার্কিং ফি যাতে একই রকম থাকে সেই বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন মহকুমাশাসক শঙ্খ সাঁতরা। পুন্যার্থীদের স্বাচ্ছন্দ্য সহ নিরাপত্তা নিয়ে বৈঠকে গুরুত্ব সহকারে আলোচনা করে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা বলেন,”জয়দেব মেলায় পুন্যার্থীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার কথা ভেবেই প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের নিয়ে শিবপুরে এই বেঠক হল। মেলায় আগত পুন্যার্থীরা যাতে কোন অসুবিধায় না পড়েন সেই বিষয়গুলি বৈঠকে প্রাধান্য পায়।”