শীত পড়তেই পরিযায়ী পাখিরা ডানা মেলতে শুরু করল বর্ধমানের বিভিন্ন প্রান্তে। উল্ল্যেখযোগ্য হল চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস-এর কার্নেল সিং ড্যাম, পূর্বস্থলী ২ ব্লকের চুপি। মূলত এই দুই জায়গায় প্রতিবছর শীত পড়তেই পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু হয়ে যায়। বহু পক্ষিপ্রেমী এদের আগমনের জন্য দিন গুণতে থাকেন। তাঁরা পরিযায়ী পাখি আসার আগে থেকেই পূর্বস্থলীর চুপি ও চিত্তরঞ্জন লোকোমোটিভের জলাশয় সংলগ্ন এলাকায় বাড়ি ভাড়া নেন পরিযায়ী পাখিদের ডানা মেলার দৃশ্য লেন্সবন্দী করতে ও পরিযায়ী পাখি নিয়ে গবেষণার কাজ করতে। এই সময় পরিযায়ী পাখির মত পক্ষিপ্রেমীদেরও দেখা মেলে এই জলাশয় গুলির আশপাশে। শীত মরসুমে পক্ষিপ্রেমীদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরাও ভীড় জমান এই সমস্ত স্পটে।

migratory-bird-clw3চুপি চরে এবং চিত্তরঞ্জন লোকোমোটিভের জলাশয়ে পরিযায়ী পাখিগুলো যাতে নিশ্চিন্তে থাকতে পারে এবং তাদের কেউ ক্ষতি না করে তার জন্য প্রশাসন থেকে নজরদারি চালানোর ব্যবস্থা করা হয়েছে। চুপিচরের আশপাশে পিকনিক, ডিজে, শব্দবাজি ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে। চুপিচরে পর্যটকদের বেড়ানোর জন্য ব্যবস্থা করা হয়েছে নৌকার, সঙ্গে থাকছে গাইড। স্থানীয় পঞ্চায়েতের তৈরি গেস্ট হাউস ছাড়াও চুপি চর সংলগ্ন গ্রামগুলির বিভিন্ন বাড়িতে পর্যটকরা বাড়ি ভাড়া নিয়ে থাকছেন। স্থানীয় মানুষরা জানালেন গতবছরের তুলনায় এবার পূর্বস্থলীর চুপিতে পর্যটকের সংখ্যা অনেক বেশি। মধ্য ও উত্তর এশিয়া, ইউরোপ, কাস্পিয়ান সাগর, তিব্বত, সাইবেরিয়া, বৈকাল হ্রদ, তুর্কেমেনিস্তান, কিরগিজস্তান-সহ পৃথিবীর নানা প্রান্ত থেকে পরিযায়ী পাখি আসে চুপি migratory-bird-clw4গ্রামের ছাড়ি গঙ্গায়। মূলত নভেম্বরের শেষ থেকে পাখিদের আনাগোনা শুরু হয়। বর্ধমানের জলাশয় গুলিতে মূলত গার্ডওয়াল, ধূসর বক, বিভিন্ন ধরনের জ্যাকানা, কূট, মোরহেন, ওসপ্রে, লিটল এগরেট-সহ আরও বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির দেখা মেলে শীত মরসুমে। জলাশয়ের গেঁড়ি, গুগলি, ছোট সাপ, শামুক-সহ বিভিন্ন প্ল্যাঙ্কটন জাতীয় খাবারের লোভে এই সমস্ত পরিযায়ী পাখিরা আসে। বেশ কিছু প্রজাতির পাখি আবার জলাশয় সংলগ্ন এলাকায় ডিমও পাড়ে। শীত শেষ হতেই পাখিরা ফিরে যায় নিজেদের ঠিকানায়।

চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস-এর সিনিয়ার জনসংযোগ আধিকারিক মন্তার সিং বলেন,”পরিযায়ী পাখিদের নিরাপত্তার কথা ভেবে আমরা কার্নেল সিং ড্যামের আশপাশে আরপিএফ মোতায়েন করেছি। এছাড়াও ড্যামের আশপাশে ভারি যানবাহন চলাচল নিয়ন্ত্রন করা হয়েছে। ড্যামে ছিপ দিয়ে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। ড্যামে মাছ চাষের জন্য লিজ নেওয়া ঠিকাদারকে পরিযায়ী পাখিদের জন্য ছোটো মাছ সহ খাবার দিতে বলা হয়েছে। এখনও পুরো শীত পড়েনি এরই মধ্যে প্রচুর পরিযায়ী পাখি এসেছে এই জলাশয়ে। আমরা আশা করছি সামনের মাসে আরও প্রচুর পরিযায়ী পাখি এই জলাশয়ে আশ্রয় নেবে।” তিনি আরও জানান এবছর নতুন কিছু প্রজাতির পরিযায়ী পাখির দেখা মিলেছে। এগুলি হল পার্পেল সোয়াম্পহেন, লেসার হুইসেলিং ডাক, গ্রে ওয়াগটেল, নর্দান পিনটেল ইত্যাদি।

migratory-bird-clw2