দুর্গাপুরের আড়ার টেটিখোলার মাধ্যমিকের মেধাবী ছাত্রী অনন্যা মিত্রকে আর্থিক অনটনের মধ্যেও অত্যন্ত ভাল রেজাল্ট করার জন্য শনিবার স্থানীয় সমাজ সেবক অলিক রায়ের মাধ্যমে শুভেচ্ছা পত্র ও ফুলের তোড়া পাঠালেন মন্ত্রী অরুপ বিশ্বাসের আপ্ত সহায়ক সোমনাথ পাল। শনিবার বিকেলে সোমনাথ বাবুর পাঠানো শুভেচ্ছা পত্র আড়ার বিশিষ্ট ব্যক্তিত্ব বিজন বন্দ্যোপাধ্যায় ও ভবানী ভট্টাচার্য অনন্যার হাতে তুলে দিলেন।
উল্লেখ্য, অনন্যা মিত্র দুর্গাপুরের আড়ার টেটিখোলার বাসিন্দা। বাবা অমিত মিত্র একজন সফল চিত্রকর। অমিত বাবু দুরারোগ্য লিভারের রোগে আক্রান্ত। সংসার প্রায় অচল। আর্থিক অনটনের মধ্যেও অমিতবাবুর মেয়ে অনন্যা এবছর মাধ্যমিক পরীক্ষায় ৬৪৮ নম্বর পায়। দুর্গাপুর বিধান নগর গভর্নমেন্ট স্পন্সরড গার্লস স্কুলের সঙ্গে দুর্গাপুরের মুখও উজ্জ্বল করে অনন্যা। অনন্যার লড়াই এবং সাফল্য স্থানীয় সমাজ সেবক অলিক রায়ের মাধ্যমে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের আপ্ত সহায়ক সোমনাথ পালের কানে পৌঁছায়। সোমনাথ বাবু ব্যক্তিগত ভাবে উদ্যোগী হয়ে অনন্যার আর্থিক অনটনের খবর ও তার মাধ্যমিকের সাফল্য মন্ত্রী অরূপ বিশ্বাসকে বলেন। অরূপবাবু অনন্যার পড়াশোনা চালিয়ে যেতে এবং কোন অসুবিধায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে জানান স্থানীয় সমাজ সেবক অলিক রায়। অনন্যাও সম্মানিত হয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস, সোমনাথ পাল ও অলিক রায়কে কৃতজ্ঞতা জানান।