দুর্গাপুরের বন্ধ কারখানা শোভা ইস্পাত কারখানার শ্রমিকদের বকেয়া বেতন সহ সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দেবার নির্দেশ দিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। কলকাতার নিউ সেক্রেটারিয়েট ভবনে এক বৈঠকে এই নির্দেশ দেন শ্রমমন্ত্রী।
দুর্গাপুরের রাতুরিয়া শিল্প তালুকে ২০১৪ সালে শোভা ইস্পাত কারখানা বন্ধ হয়ে যায়। ১২০ কর্মীর বেতন পিএফ সহ বিভিন্ন বকেয়া টাকা আটকে যায়। দীর্ঘদিন ধরে সেই টাকা পায়নি শ্রমিকরা। তারা চরম আর্থিক অনটনের মধ্যে রয়েছে। এরই মধ্যে অনাদায়ী ঋণ আদায় করতে ব্যাঙ্ক একটি বেসরকারি সংস্থাকে কারখানার যন্ত্রাংশ কাটিংয়ের বরাৎ দেয়। ওই সংস্থা শোভা ইস্পাত কারখানায় গত সপ্তাহে কাটিং করতে এলে শ্রমিকদের বকেয়া মেটানোর দাবিতে সরব হয় শ্রমিকরা। ক্ষুব্ধ শ্রমিকরা তাদের কারখানার ঢুকতে বাধা দেয়। কারখানায় না ঢুকে ফিরে যায় ওই সংস্থা। এরপর ওই সংস্থার কর্তারা সংশ্লিষ্ট ব্যাঙ্কের দারস্থ হয়। ব্যাঙ্ক কর্তৃপক্ষও প্রশাসনের দ্বারস্থ হলে শ্রম দপ্তর শ্রমিকদের সমস্ত বকেয়া মিটিয়ে দিয়ে তারপর কারখানার যন্ত্রপাতি কাটিং করার নির্দেশ দেয়।